0

কবিতাঃ অনুপম দাশশর্মা

Posted in


কবিতা



ক্ষয়ে যাক, তবুও
অনুপম দাশশর্মা




নীরবে ফুঁসছে দ্রোহকাল, সুড়ঙ্গ ধরে ধরে এগোয় দ্রবীভূত উৎকন্ঠা
স্থবির পাথরও টলে উঠছে তীব্র আশঙ্কায়,
হাতে হাত রাখতে কেঁপে উঠছে বিশ্বাসের নম্র মনটা।
দায় এড়ানোর যাবতীয় কৌশলে কী আমরা
সুদক্ষ সন্তান নই!

প্রতিটি দিনের শেষে কোঁচড়ের ভর উদাসী হয়
নীরব সম্মান বিকিয়ে
থিতু হয় ধিকৃত বিবেকের মিথ্যে দহন।

দূরের নক্ষত্র আজ বড্ড ধূসর
সমতলে হিংস্রতার রক্ত-পরিখা
স্ফুলিঙ্গ খোঁজার ব্যর্থ অভ্যেস জমা থাক আলস্যের জঠরে,
নিরন্ন কৃষকের ঘরে ঘরে আনো রোদ্দুরের অন্য সমীকরণ..!

0 comments: