0

কবিতাঃ সৌম্য বন্দ্যোপাধ্যায়

Posted in


কবিতা




যেতে পারো
সৌম্য বন্দ্যোপাধ্যায়


যেতে চাও? চলেই যেতে পারো
যেদিকে দু’চোখ যায়
চোখের আর দোষ কি বলো?
কত কিছু দেখালো তোমায়
স্মৃতিভ্রষ্টনগরীর আবছায়া আলো
বিষন্ন একা চিল
ভেসে যাওয়া খড়কুটো...

তোমার ওই চোখ দু’টো
কেন এত শুকনো হয়ে থাকে আজকাল?
মেঘ-বৃষ্টি ধুলো-বালি
একাকার হয়ে যাওয়া আমার এই ক্লান্ত সকাল
কানায় ফাটল ধরা ব্যথাতুর বিবর্ণ কাপে
পানীয় উষ্ণ রাখে আজও... কার মনস্তাপে?
আমি আর চিনতে পারি না তাকে আজ
ভুলে যাওয়া সংলাপ, ছিঁড়ে যাওয়া ছবির মন্তাজ...
ছড়িয়ে ছিটিয়ে থাক পড়ে
মৃত অনুভূতি খেয়ে প্রতিদিন বেড়ে ওঠা
নেক্রোফিলিক এ শহরে

তুমি তবে যাও চলে
যে দিকে দু’চোখ যায়
চোখের আর দোষ কি বলো?
প্রতিবিম্বই দেখেছে তো শুধু
কবে আর দেখলো তোমায়?

0 comments: