কবিতা : মিজান ভূইয়া
Posted in কবিতা
কবিতা
কিংবা কোন পাখি
মিজান ভূইয়া
এই শীত শেষে আমি
দার্শনিক হবো দেবী
কিংবা
কোন পাখি
যা হয় হবে
বিপরীতে ছায়া রেখে তোমার
ছায়ার বিপরীতে
চুপচাপ দাঁড়িয়ে যাবো
এখন ড্রয়িং রুমে
একা আমি
জানালায় তোমার দুঃখ নিয়ে
চমকে ওঠে নদী।
পাখি প্রজাপতির ছোটখাটো
উড়াল
খুব দুঃখ হয় দেবী
আমি তোমার সন্ধ্যার পাশে নেই
সকালে নাস্তার পাশে নেই
তোমার শাড়ীর পাশে, শষ্যের
পাশে
হতেই পারতো সময়টা আমার !
আমি যেমন দেখি আর কেউ কি
দেখে
সকালে শীত,
আলোর ভিতর দেখে কেউ
আলোর ব্যাথিত বুক;
সাদা কুয়াশায় দেখে কেউ?
তোমার চোখের কাঁচ।
এই শীত শেষে
আমি দার্শনিক হবো দেবী
কিংবা
কোন পাখি।
0 comments: