0

অনুগল্প : ত্রিভুবন জিৎ মুখার্জী

Posted in



অনুগল্প 




জয়েন্ট এন্ট্রান্স
ত্রিভুবন জিৎ মুখার্জী 



মেডিক্যাল / ইঞ্জিনিয়ারিঙের জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম বিক্রি হচ্ছে । তখন অন লাইনে ফর্ম ডাউন-লোড এর ব্যবস্থা ছিলনা । ছেলে মেয়েরা লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম কিনছে । হঠাৎ একটি মেয়ে এসে লাইনে দাঁড়ালো । মেয়েটিকে দেখতে সত্যি খুব খারাপ । মিস কালো, রোগা, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সালোয়ার কিন্তু বেমানান । মোট কথা, ওই বয়েসে এতো হতকুৎসিৎ চেহারা খুব কম চোখে পড়ে । মেয়েটি লাইনে দাঁড়িয়ে রইলো । প্রায় ঘণ্টা খানেক পরে ও ফর্ম পেল। অনেকের ই চেহারা টা মনে রইলো । কারণ ওকে নিয়ে কিছু মৃদু আলোচনা শুনলাম দুজন মাঝ বয়েসি মহিলার মধ্যে । বোধ হয় এখানে এসেছেন ছেলে কিম্বা মেয়ের সঙ্গে ঃ

- কিরকম দেখতে বল ! ওই মেয়ের বিয়ে দিতে মা বাবা হিম সিম খাবে !

- হ্যাঁ, কিরম যেন ! ও বিয়ে না করতেও পারে ! কে বিয়ে করবে ওকে ? 

- তোর মেয়ে তো ভালোই নাম্বার রেখেছে । জয়েন্টেও ভালো করবে ।

- ভগবান জানেন! তোর মেয়ের রেজাল্ট কেমন ?

- ওই মোটা মুটি । দেখি কি হয় !

- কিচ্ছু বলা যায়না, রে ! ওখানে অনেক গ্যাঁড়াকল হয়। তুই আমি কি বুঝবো ?


আজ জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে । ওই কালো মেয়েটির ফটো সমেত ওর র‍্যাঙ্ক বেরিয়েছে । মেডিক্যাল এন্ট্রান্সে প্রথম হয়েছে । টিভি তে ইন্টারভ্যু নিচ্ছে প্রায় সব টিভি চ্যানেল। পরের দিন কাগজে ওর নাম সমেত ফটো দেখে আমি হতবাক ।

- সত্যি একেই বলে মেয়ে !

- আমার মেয়ে যদি কালো হত ক্ষতি নেই কিন্তু কি মেধা বলুন ?

- বাঃ খুব ভালো মেয়ে । 

সকলে এক বাক্যে বলছে, খুব পরিশ্রম করেছে নিশ্চয় !

- এক লক্ষ পঞ্চান্ন হাজার ছেলে মেয়ের মধ্যে ও প্রথম হয়েছে । কম কথা ! 

- আসলে রূপের চেয়ে গুনটাই বড় । কারণ রূপ ক্ষণস্থায়ী, কিন্তু গুন .......? 

ওটা চিরস্থায়ী ।


আমার ওই মহিলা দুটির কথা আজও মনে আছে । আসলে পি এন পি সি করাই মানুষের স্বভাব।

0 comments: