undefined
undefined
undefined
কবিতা : রানী সিনহা
Posted in কবিতা
কবিতা
আদুরে
রানী সিনহা
ষেই না বলা বাপের বাড়ী যাবো, অমনি সেকি রাগ ।
'বছর বছর বাপের বাড়ী যাওয়ার কি আছে । এ বছর যাওয়া বন্ধ ।
তা কখনও হয় নাকি ..! অনেক বলার পর ভোলানাথ রাজী ।
তুমি আছো স্বামীর ঘরে আদরে আহ্লাদে ,
স্বামী সোহাগিনী ।
চারদিনের বেশী তো তুমি থাকতেই পারো না ।
তোমার বর তো তোমাকে ছাড়বে না কিছুতেই, চারদিনের বেশী থাকতেই দেবে না । তোমাকে তো খুব ভালবাসে, তোমাকে ছেড়ে সে থাকতে পারে না ।
কিন্তু তোমারও তো মন কেমন করে সকলের জন্য ।
এদিকে তোমার জন্য সকলে অপেক্ষায় বসে ।
তুমি আসবে...তোমার বাপের বাড়ী। আলালের ঘরে দুলালী ,
বছরে তো একবার আসো।
তুমি আসবে বলে আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ
রাস্তার ধারে ধারে কাশ ফুলের সারি ,
বাপের বাড়ীতে হৈ চৈ তোমার আশায়। সারা শহর আলোয় আলোকিত,
বাড়ীঘর আলপনায় সেজে ওঠেছে ।ঢাকিরা দুর দূরান্ত থেকে এসেছে ঢাকের বাজনা দিয়ে
তোমাকে বরণ করে নিতে ।
চারিদিকে সাজো সাজো রব, বাড়ীর মেয়ে আসছে সঙ্গে চার ছেলেমেয়ে নিয়ে ।
সকলে নতু্ন জামা, শাড়ী, রঙিন ফিতে কিনেছে,
তোমার জন্যও নানা রকমের গয়না, শাড়ী...আরও কতকিছু সাজ সরঞ্জাম।
ছোট ছোট ছেলেমেয়েরা শুধু অপেক্ষায়, কবে তুমি আসবে
আর তারা দলবেঁধে তোমাকে দেখবে নানা সাজে ।
আর তোমার বৃদ্ধা মা, সিঁথিতে সিঁদুর দিয়ে বাবার হাত ধরে
তোমার জন্য অপেক্ষায় ।
তোমার আপন ভোলা বর তোমাকে রওনা করে দিল সঙ্গে চার ছেলেমেয়ে কে সঙ্গে দিয়ে কেবল মাত্র চারদিনের জন্য।
এই চারদিন সকলে নাওয়া খাওয়া ভুলে আনন্দে মেতে উঠেছে ।পাড়ায় পাড়ায় নাটক, উঠতি গায়ক গায়িকাদের গলা ছেড়ে গান আর তার সঙ্গে উদ্দাম নাচ।
সারাদিন মাইকে হিন্দী বাংলা সিনেমার গান ।
তুমি আসবে এই ভেবে ভেবেই এক বছর ধরে চলে নানা রকম জল্পনা কল্পনা।
দেখতে দেখতে কোথাদিয়ে চারদিন কেটে যায় বোঝাই যায় না । তুমি তো ইচ্ছে করলেও আর থাকতে পারবে না । তোমাকে কেউ ছাড়তে চায় না কিন্তু তোমার তো কোনও উপায় নেই...অগত্যা তুমি চললে স্বামীর বাড়ী । সবাই তোমাকে অশ্রু জলে বিদায় দিল আর বার বার বললো সামনের বছর আবার এসো গো আমাদের কাছে । তোমার জন্য আমরা অপেক্ষায় রইলাম ।
0 comments: