কবিতা : ইন্দ্রাণী সরকার
Posted in কবিতা
কবিতা
বিজন আঙনে
ইন্দ্রাণী সরকার
ফিরে এসো তবে সেইখানে
শিশির ঝরে যেথা আনমনে
ঝাউয়ের বনে আউলা হাওয়ায়
বকুল ঝরা বাতায়নে |
শুভ্র মেঘের স্বপ্ন - ভেলায়
আমার চাওয়া দুই নয়নে |
রাতের আঁধারে ক্লান্ত নাবিকেরা
ফিরে যায় যে যার ঘরে |
নক্ষত্রের টিপিটিপি আলোয় উইঢিপি
জ্বলে আর নেভে বালির আঁচড়ে |
আমি বসে থাকি অচেনার দেশে,
বেদুইন নগরীর নীলিমার রেশে,
আমি চেয়ে থাকি অসীম আকাশে
বিষাদের মত স্তব্ধ বাতাসে,
হঠাৎ চেয়ে দেখি ঐ তুমি হোথা
আমারই ঘরের বিজন আঙনে |
স্বপ্ন ভেলায় ভেসে গেলাম কবিতার আবিলতায়।খুবই ভালো লাগলো।শুভেচ্ছা রইল।
ReplyDelete