undefined
undefined
undefined
কবিতা : অনুপম দাশশর্মা
Posted in কবিতা
কবিতা
ঘুরিও ঘাড়...
অনুপম দাশশর্মা
কিছু সংশয় আল্পনা আঁকে বিকল্প সমাধানে
রহস্যঘেরা ভাবুক জানলায় কখনও সখনও
দ্বন্দ ঘনায় সচেতন দূর্বিপাকে
দোলাচলে ভোগা মন, সাঁকোতে দোলে তখন
বিষাদের যত বোলতারা ঘাড়ে
এসে পড়ে ঝাঁকে ঝাঁকে
#
নিশ্ছিদ্র বলে আদৌ কি কিছু আছে ?
কিংবা রোজ যে পড়ে দেবতার পায়ে
নিষ্পাপ ফুলের ঘায়ে মূর্ছা যায় আকাঙ্খার অভ্যেসে
কতটুকু ফেরায় যথার্থতা হাজারো সমস্যার
বন্দিত জনাদেশে !
#
দ্বিধা-দ্বন্দের ভালমন্দে রোদ্দুর থাকে সজাগ
ছিদ্রের যত সালতামামি পোক্ত করে চেতন
আগামীর যত ঘামের গন্ধে পাবেনা
বীজানু প্লাবন..
#
অতএব, অভ্যস্ত হও শঙ্কার মোকাবিলায়
উড়িয়ে দাও সহজ সমাধানের যাবতীয় ছায়াপথ
পড়ন্ত বিকেল বেলায়।
0 comments: