1

কবিতা : বিশ্বজিৎ বর্মণ

Posted in



কবিতা



পুনর্বাসন
বিশ্বজিৎ বর্মণ



না জেনেই তুমি নাস্তানাবুদ
বালির শাড়িতে
না জেনেই তুমি বড় অদ্ভুত
আমার গলিতে

অমন দিন আমারও ছিলো
ছিলো সমকোণ
অস্ত্রও ছিল সুদিন ধারালো
ছিলো নিয়ন্ত্রণ

আজ তো অসহায় সৈনিক
জানি সমর্পণ
রাজস্ব দিতে হবে দৈনিক
নইলে গর্দান

অমন দিন আমারও ছিল
নব্য প্রস্তরযুগ
অস্ত্র ছিল তীব্র ও সূচালো
কুশলী শত্রুভুক

আজ তো অসহায় শ্রাবণ
শুধু নিম্নমুখী
এপারে খরা ওপারে প্লাবন
ইচ্ছে বহুমুখী

ইচ্ছে মানে দখলদারি আর
পুনর্বাসন শোক
জল ও জলজ দুই-ই চাই 
ভরা প্লাবন হোক

আবার প্লাবন মানে নাব্য নদী
নৌকো তাহার চাই
নইলে পলিই বা কাঁহাতক, যদি
উর্বরতা নাই

1 comment: