0
undefined undefined undefined

কবিতা - সুস্মিতা মজুমদার

Posted in


উঁচু ওই পাহাড় চুঁড়ায় দাঁড়িয়ে
মনে হয়েছিল পৃথিবী আমার পদতলে,
তারপর লড়াই চলে মন বনাম যুক্তি।
এক শিহরণ জেগে ওঠে অপার নির্জনতায়।
হালকা মেঘের আঁড়ালে, সবুজ ধুসর হয়ে ওঠে।
এবড়োখেবড়ো টিলার উপর ইতিহাস কথা বলে।
নিঃশব্দ পায়ে ছুটে চলে যায় খরগোশ আর রোদ্দুর
মুহূর্তের প্রতীক্ষা - - -
এই যে আজ পাহাড়ের টিলায় দাঁড়িয়ে,
দুটি প্রজাপতি ব্যস্ত ছিল নিজ খেয়ালে।
ফণীমনসার শুকনো কাঁটা -
করছে তার প্রকৃতির দাবি।
নিজ নিজ পটভূমিতে সবাই নিরপেক্ষ।
জয়ী না পরাজিত - দ্বন্দ্ব রয়ে যায় মনে।
হৃদয়ের অন্তঃস্থল থেকে ভেসে আসে
গভীর নিঃশ্বাস।
নির্জনতার ভিড়ে হারিয়ে যায়
মুহূর্তের জয় পরাজয়ের হিসেব।

0 comments: