0

কবিতা - শুভদীপ ঘোষ

Posted in

বাঁচতে চাই আরো বহুদিন বাঁচতে চাই পৃথিবীর বুকে,
এইসব আলো-আঁধারী খেলা, ঝড়-বৃষ্টি চোখ সম্মুখে
খেলা করে জোনাকির মতো; পূর্ণিমার চাঁদ ঢেকে যায়
গভীর মেঘের কোলে, আমের কাঁচা গন্ধে রাত্রি ঘনায়;
ফিরে আসে বারবার দখিনা বাতাস উন্মত্ত চিৎকারে
আকাশময় মেঘদের নৃত্য, চাঁদ শুধু কেঁদে কেঁদে মরে।
তবু সমৃদ্ধ হয় মাটি এবং মানুষ, একটি কাকের ঘুম;
চাঁদের অশ্রুজলে পৃথিবী ভাসলে এই রাত্রি হয় নিঝুম
দাঁড়িয়ে থাকি আমি মুগ্ধ নেত্র মেলে প্রকৃতির বুকে
একটি পেঁচা এসে বসে সজনে ডালে সুমধুর সুখে;
মনে হয় দেখলাম এই দৃশ্য কতকাল পরে
চৈত্রের বাতাসের তাণ্ডবলীলা যেন সপ্তসুরে
বাজিয়ে তোলে গান অথবা উষ্ণতার অবসান।
তাই আনন্দের সুরে গেয়ে যাই জীবনের জয়গান,
জানি এইসব দৃশ্য ফিরে ফিরে আসবে বারবার
ভুলে যেতে চাই দুঃখ-বেদনের সকল কারবার
শুধু বাঁচতে চাই বহুদিন প্রাণ ভ'রে
এই প্রকৃতির বুকের অন্তরে
মৃত্যু যেন সেও হয় প্রকৃতির কোলে
এইটুকু বলে শুধু যেতে চাই চলে।

0 comments: