0

কবিতা - সৌরভ হাওলাদার

Posted in


সেলাই

ভীড় ভীড় চোখজোড়া তার
থির থির কাঁপে গোপনে
শির শির আলুথালু ভয়
জির জির হাড় টুকু গোণে

রেলগাড়ি অতি দ্রুত যায়
পায়ে পায়ে ওড়ে শুধু ধুলো
বাটিখানা খুচরোয় মুড়ে
দ্বিধাহীন হাতটুকু তুলো

তার মাঝে হাতে জল নিয়ে
কেউ ডাকে সূর্যের আলো
সবটুকু নিমেষকে জুড়ে
অকারণ বেসেছিলো ভালো

দিনে দিনে ঘুম জড়ালো
চিনে চিনে মন হারালো
সেলাইয়ের সূঁচ সুতো নিয়ে
জীবনের জামা বানালো

0 comments: