কবিতা - রত্নজিৎ চৌধুরী
Posted in কবিতানীল রঙ
নীললোহিত বলেছিল মানুষের দুঃখের রঙ নীল
তাহলে তার লাল কিসের রঙ
সেটা সে বলে যায়নি
নীলেরও নানা রঙ হয়, সমুদ্রের আকাশের
নীলকন্ঠ পাখির এবং অর্ধেক জীবন
কোনটা বেশি সুন্দর
বহুদিন আগে কফিহাউসে একটি মেয়ে বলেছিল
বন্ধুত্বের রঙ নীল
সে রাতে অনেক ভেবেছি
টাইগার হিলে সূর্যোদয়ের আগে পুবের আকাশ
দোয়েলরঙা নীল হয়েছিল
তেমনটি দেখিনি আগে
শ্রীলঙ্কায় মিরিসা বন্দর থেকে ডলফিন দেখতে গিয়ে
সাগরে পেলাম সবুজাভ নীল
সবাই বলল টারকয়েজ ব্লু
নীল রঙটা নিয়ে ইদানিং খুব ভাবছি আমি প্রায়শই
সেটা যে আসলে কিসের রঙ
ধরতে পারছি না।
0 comments: