কবিতা - বোধিসত্ত্ব চ্যাটার্জি
Posted in কবিতাঝড়কে স্বাগত জানাল অরণ্য
নেচে উঠল নদী
শহরের সব দরজা বন্ধ হলো।
বসন্তের আগমনে
বিদায় জানালো শীত
জঙ্গলে প্রস্ফুটিত হলো আগুন।
বৈশাখের প্রাক সন্ধ্যা
চৈত্রের শেষ আলাপন
ডানা ঝাপটায় শুকনো পাতারা।
শ্বাপদেরা ছিঁড়ে খায় আটটি বছর
শৈশব ভেসে যায় রুধির প্রবাহে
দেবালয়ে বিগ্ৰহ তবুও পাষাণ।
রাত্রির চরাচর জ্যোৎস্নায় নীল
দিগন্তে খেলা করে রূপালী বিদ্যুৎ
শিশির সোহাগে ভাঙ্গে ঘাসেদের ঘুম।
ভালো লাগলো।
ReplyDelete