0
undefined undefined undefined

কবিতা - বরুণ চট্টোপাধ্যায়

Posted in




















এক

একঘেয়ে সেই দহন নগর পেরিয়ে এসে
নরম আলোয় একটু হাঁটি...
তোমার চোখে ওই যে আলো কিনার বিহীন
অপাপবিদ্ধ হাসির আভাস ঠোঁটের কোনে...
ওর পারেতেই জেনো আমার সাত জীবনের এ পর্যটন!

ঢেউ ওঠে রোজ ঢেউ ভেঙে যায় বুকের ওপর
ভৈরবী ভোর ঘুমিয়ে থাকে বালিয়াড়ির পায়ের ছাপে
তুমিই কেবল চিনতে পার ডাক শুনে সেই ঘুম পাখিটা
তোমার কাছেই তল পেয়েছে মন হারানোর প্রতিশ্রুতি।

কাল দুপুরে যৌথ প্রেমের সাগর ছোঁব...
এইটুকু থাক কর্মসূচি।।

দুই

অলস দুপুর ছন্দে ছন্দে মন ভাসালো
পেঁজা মেঘের তুলোয় উড়ুক জনশ্রুতি...
পাশ কাটিয়ে বর্ষা পেল তোমার শহর
ঝাউ-এর বনে রঙ মেলেছ, সূর্যমুখী ?

পাপড়ি খুলে একটা সুখের মুহূর্ত দাও
ফিরে আসার আশ্বাসে এই দুপুরটা যাক
তোমার জন্য তেরো নদীর ঢেউ গুনেছি
আজকে না হয় ক্রুদ্ধ সাগর বিশ্রামে থাক।

প্রহর থেকে প্রহর পেরোয় যে সিঁড়িপথ
তার উজানে নৌকা চলুক দুকুল মেপে
কোথায় আছে তোমার গহন, কোন মোহনা...
পরশপাথর খুঁজছে ক্ষ্যাপা নেশার ঝোঁকে।

চলাচলের ঢেউ ভেসে যায় কথার সুরে
গাংচিলেদের ডানায় ফেরার প্রতিশ্রুতি
দিগন্তে নীল নৌকারা আজ দল বেঁধেছে
আজ আমাদের যৌথ যাপন কর্মসূচি।

0 comments: