2

কবিতা - প্রতিমা নাগ

Posted in





















প্রত্নতাত্ত্বিক গন্ধ নিয়ে গ্লানিহীন অমানিশা
উজ্জ্বল নক্ষত্রের স্বল্পালোকে তুমি আমি এক
বিভেদের রঙ নেই - সাদা লাল নীল
তোমার হাত বুক চিবুক কুন্তল
সব এক রঙ
চেতনার নির্নিমেষ দৃষ্টি দিয়ে দেখা
অনুভব - অনুভূতি সব এক রঙ
তমসা, তুমি এক ঈশ্বর
বৈষম্য বিহীন করো চরাচর
তমসা - তুমি আর এক ঈশ্বর।।

2 comments:

  1. তমসা বা অন্ধকার সত্যিই কি ঈশ্বর?

    ReplyDelete
  2. তমসা বা অন্ধকার সত্যিই কি ঈশ্বর?

    ReplyDelete