undefined
undefined
undefined
কবিতা - চিত্তরঞ্জন হীরা
Posted in কবিতাকে কাকে ঘনঘোর দিচ্ছে বলো!
কে কাকে পরাচ্ছে পতনযত্ন আলো!
পাখোয়াজ বেজে বেজে কেঁদে ওঠে মন
রাত্রির ঠোঁট বেয়ে নামছে কেমন
দ্যাখো চোখে চোখে গান
সারা হয়ে গেলো।
গান না বাগান!
বাহা গান হতে পারে শব্দ জাগালে।
আরও কিছু ধ্বনি মন্ত্র সুর …
সম্মতি বরসাত করে চাঁদের গোপনে।
চাঁদ থেকে ঝুরি ঝুরিঝুরি সোনা
নামছে এখনও তুমি ওড়ো
সব খুলে ওড়ো
কেউ কিছু বলবে না আর
তুমি বা তোমাকে –
বনতল ভুলে ভুলে ঢাকা
মনোতল ভিজে ওঠে চোখের শ্রাবণে।
চোখ গেল পাখিদের দেশে
এইটুকু ছোঁয়া লাগা প্রেমও!
0 comments: