undefined
undefined
undefined
কবিতা - মনোজ কর
Posted in কবিতাকবিতা
পলাতক
মনোজ কর
তাকিয়ে আছি কিন্তু দেখছি না,
কানে আসছে কিন্তু শুনছি না,
কথার জাল বুনছি কিন্তু বলছি না,
ছুটছি আর ছুটছি , থামছি না।
ধানের ক্ষেতে জমাটবাঁধা রক্ত,
বাঁচার সঙ্গে মূল্যবোধের দ্বন্দ্ব,
সমরসাজে মুখোশধারী ভক্ত,
তাকিয়ে আছি, দেখার দুচোখ অন্ধ।
বুদ্ধিজীবী যুদ্ধবাজের পণ্য,
গুলিয়ে গেছে অঙ্ক লাভক্ষতির,
রাষ্ট্রনেতার ভাষা এখন অন্য,
কানে আসছে, সেজে আছি বধির।
কালের চাকা পিছনদিকে ঘুরছে,
ইঁদুর দৌড় হচ্ছে আরো তীব্র।
পথ ক্রমেই লক্ষ্য থেকে সরছে,
জিতছে কেবল শয়তান আর ক্ষিপ্র।
ফেরিওয়ালারা বেচছে অনেক স্বপ্ন,
ক্লান্ত মানুষ কিনতে চাইছে সুখ।
প্রতিভাবানেরা আত্মরতিতে মগ্ন,
দিব্যি আছি সেজে বধির মূক।
0 comments: