0

কবিতা - স্বপন নাগ

Posted in

কবিতা


এই কথা সেই কথা

স্বপন নাগ

এই কথাটাই সেই কথা কি, বলতে চেয়েছিলাম!

সম্মুখে এক ধূধূ প্রান্তর
পথ গিয়েছে আলপথটি ধর
ওই দিকে এক আকাশপ্রান্ত ছুঁয়েছে ধানক্ষেত

ওদিকেই কি গিয়েছিলাম তোমার হাতটি ধরে?

তোমার হাতে ভরা ছিল আশ্রয়েরই ছায়া
জিরিয়ে নেবো, জুড়িয়ে যাবে সারাদিনের ক্লান্তি
টলটলে জল একটি দিঘি দিগন্তের ওপারে
কেন আমায় এমন ডাকে ডুবদেওয়া এক নেশায়

প্রচ্ছদে আজ লুকিয়ে আছে না-বলা সব কথা
বাহির ভুবন মাতোয়ারা উৎসবে উৎসবে...

ভিতর ঘরে ঘুমিয়ে আছে সেই কথাটাই তবে ?

0 comments: