0

কবিতা - সায়ন্তনী দত্ত

Posted in

কবিতা


এই শহর তোমার আমার

সায়ন্তনী দত্ত



রুদ্র তুমি আসবে বলে আজ শহর জঞ্জালমুক্ত
বিছানায় জানলা দিয়ে রোদ্দুর চারফালি
রুদ্র তুমি আসবে বলে সাজানো গল্প আজ ছুটির কবিতা
তোমার জন্য সাজবে শহর পরবে বেনারসী
ছাড়বে আটপৌরে কাপড়
কিন্তু রুদ্র যাই পড়ুক আর যাই ছাড়ুক শহর
শাড়িতে তো আর ফুটপাত ঢাকে না
তাই তাকে কবিতায় তুলে আনলাম কিছুদিন
সে আমার বন্ধ খাতায় ফেলুক দীর্ঘশ্বাস
আমি কবিতায় ফুটপাতকে একটু দিই ভরণপোষণ আত্মবিশ্বাস
কতটুকুই বা ক্ষমতা আমার আমি তো শুধু সাদা কালো
তুমি তো রঙিন নিওন জ্বালো

0 comments: