undefined
undefined
undefined
কবিতা - জলধি হালদার
Posted in কবিতাকবিতা
আমার ধর্মগ্রন্থ নেই
জলধি হালদার
আমার দুশো পাঁচখানা হাড় মানুষের
একটি হাড় হিমালয়ের পাথর দিয়ে তৈরি
একারণে খুব গ্রহণশক্তি আমার
ঘরে যে-ই আসুক তাকে বসতে দিই
একদিন রক্তে রক্তে মিশে যেতে পারি
এইভাবে কত যুদ্ধ পার
কত শীত অনাহার মহামারি
আমি শুধু প্রেম ভালোবাসি সে এক অদ্ভুত জলচৌকি
এমনভাবে নিবেদন করি যেন প্রকৃতির সামনে
এই কথা বলছি প্রথম বার
আমার উলটো স্বভাব স্রোতের বিপরীতে দাঁড়াবেই
পাথরের হাড়খানি দিয়ে লিখছি এক গাঢ় দাসখত
আমার ধর্মগ্রন্থ নেই
0 comments: