0
undefined undefined undefined

কবিতা - সায়ন্তনী দত্ত

Posted in
কবিতা


এই অরণ্য তোমার আমার
সায়ন্তনী দত্ত




ছাত্রের পায়ের শব্দে দেশের ভবিষ্যৎ শোনা যায়
ছাত্রীর রচনায় পড়া যায় স্বাধীনতার মুক্তির উচ্ছ্বাস
ছাত্রের হাসি বলে আমি কলরব
বলে আমি হব পৃথিবীর শক্তি প্রতিপত্তি প্রভাব
শহর গড়ব আমি আঁকব রাস্তা বানাব হাসপাতাল
ছাত্রী বলে আমি লিখব অরণ্যের স্মৃতিচারণ
যেখানে কাটা হয়ে গেছে গাছ
গড়ে উঠেছে পান্থশালা আঁকা হয়ে গেছে রাস্তা
আর লিখে রেখে গেছ তোমার রাতের ইতিহাস

0 comments: