0

কবিতা - শ্রমণা কর

Posted in


কবিতা


আষাঢ়ে রূপকথা

শ্রমণা কর



বৃষ্টি-বাদল লেগেই থাকে
বর্ষাকালটা একগুঁয়ে খুব,
একটুখানি ঝরার পর আর চাওনি তাকে,
তবুও সে এক পশলা হয়ে ভিজিয়েছিল এই তোমাকে।

মেঘ ভেসে যায় এ ঘর থেকে অন্য ঘরে
নকসি কাঁথার মাঠ পেরিয়ে,
আকাশ-জমিন ভিজিয়ে দিয়ে,
লালকমল আর নীলকমলের ঘুম ভাঙিয়ে;
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীও গল্প একটা বলেই গেছে।

সেই গল্পের রাজার কুমার তেপান্তরের মাঠ পেরিয়ে
আর ফেরেনি ঘোড়ায় চড়ে;
টাপুর-টুপুর বৃষ্টি আজও বাণ ডাকে কোন গ্রামের নদে,
তাল মিলিয়ে একটানা ওই বেজেই চলে --
"আয়ে না বালম কা করুঁ সজনী.."
একটানা ওই বেজেই চলে...

0 comments: