1

কবিতা - সৌম্য ব্যানার্জী

Posted in


কবিতা


ভালোমানুষের জামা
সৌম্য ব্যানার্জী


রংজ্বলা তার বুকপকেটের একটা কোণা ছেঁড়া
সেখান থেকে মারছে উঁকি ম্লানমুখী স্বপ্নেরা
অনেক বছর না গোটানো ছোপধরা আস্তিনে
সস্তা ঘড়ির দীর্ঘশ্বাস জমছে দিনে দিনে
একটা দু’টো মেদুর স্মৃতি বোতামগুলোর খাঁজে
মুখ লুকিয়ে থরথরিয়ে উঠছে মাঝে মাঝে
তোবড়া হ্যাঙার ছুটির দিনে আগলে রাখে তাকে
ধোওয়ার পরেও কোথায় যেন কান্না লেগে থাকে...

1 comment: