কবিতা - রমাপ্রসন্ন ভট্টাচার্য
Posted in কবিতাকবিতা
কেন এমন হয়!!
রমাপ্রসন্ন ভট্টাচার্য
কেন এমন হয়?
উত্তর সব জেনে গেছি
কেবল প্রশ্নগুলোই রয়েছে অধরা
অনেক ঘোরাঘুরি করে খুঁজছি তাদের -----
এক-একটি প্রশ্নের সাথে মেলাতে যে হবে
আমার তালিকার উত্তরগুলি
বিফল হলে অপমৃত্যু ঘটবে
কালনেমির সকল প্রয়াস।
এখনও তো দিনের আলো আছে
নাহয় তোমাদের স্বার্থে
প্রশ্নগুলিকে আরো একটু খুঁজি!
যদি রোদ ওঠে
সিক্ত সব পরিধান-বস্ত্র সাজিয়ে রেখেছি
যদি রোদ ওঠে ।
স্যাঁতসেঁতে বিষণ্ণ অবয়ব দোসর ছিল অনেকদিনের
ভয়ে বন্ধ ছিল শ্বাসপ্রশ্বাস বাতাসের
সুর ফিরে গিয়েছিল স্বরলিপির জীর্ণ খাতায়
সাগরের ঢেউ উচ্ছলতা ভুলে ছিল সুনামির আশায়
মর্গের লাশগুলি ইতিউতি চেয়ে হচ্ছিল নিদ্রামগন
নর্তকীর ঘুঙুর বেতালে তাল ঠুকে ভাঙছিল আলাপন।
ক্ষয়িষ্ণু পরিবেশ প্রতীক্ষায় চায়
রৌরবের বিনিময়ে রৌদ্রের সৌরভ
এসো, ভল্ট থেকে বার করি সকল গৌরব
জানি রোদ উঠবেই।
উত্তর সব জেনে গেছি
কেবল প্রশ্নগুলোই রয়েছে অধরা
অনেক ঘোরাঘুরি করে খুঁজছি তাদের -----
এক-একটি প্রশ্নের সাথে মেলাতে যে হবে
আমার তালিকার উত্তরগুলি
বিফল হলে অপমৃত্যু ঘটবে
কালনেমির সকল প্রয়াস।
এখনও তো দিনের আলো আছে
নাহয় তোমাদের স্বার্থে
প্রশ্নগুলিকে আরো একটু খুঁজি!
যদি রোদ ওঠে
সিক্ত সব পরিধান-বস্ত্র সাজিয়ে রেখেছি
যদি রোদ ওঠে ।
স্যাঁতসেঁতে বিষণ্ণ অবয়ব দোসর ছিল অনেকদিনের
ভয়ে বন্ধ ছিল শ্বাসপ্রশ্বাস বাতাসের
সুর ফিরে গিয়েছিল স্বরলিপির জীর্ণ খাতায়
সাগরের ঢেউ উচ্ছলতা ভুলে ছিল সুনামির আশায়
মর্গের লাশগুলি ইতিউতি চেয়ে হচ্ছিল নিদ্রামগন
নর্তকীর ঘুঙুর বেতালে তাল ঠুকে ভাঙছিল আলাপন।
ক্ষয়িষ্ণু পরিবেশ প্রতীক্ষায় চায়
রৌরবের বিনিময়ে রৌদ্রের সৌরভ
এসো, ভল্ট থেকে বার করি সকল গৌরব
জানি রোদ উঠবেই।
0 comments: