undefined
undefined
undefined
অনুবাদ সাহিত্য - রাজা মুখোপাধ্যায়
Posted in অনুবাদ সাহিত্য
অনুবাদ সাহিত্য
চুলের জটে বাস যে নারীর
হের্টা ম্যুলার (১৯৫৩- )
ভাষান্তর - রাজা মুখোপাধ্যায়
একটি খণ্ড কবিতা
সারা পথ জুড়ে তারা
নানারঙা ক্যামেলিয়া যেন
ঘুমের মধ্যে চোখ থেকে
চুঁইয়ে পড়ে রঙ
সকালে যখন আবার চোখ খুলি
একটি মোরগ যেন ডেকে ওঠে বাহুমূলে
টেবিলে বসে উৎসবের জন্য তৈরি হয়ে নেওয়া
লাল পতাকাধারী এক প্রবীণ
জলটা চেখে দেখে
আর আমি বলি
সবকিছুই ঘটে যায় পর্দার আড়ালে
শুনে তিনি তাকালেন এমন যেন
আমি রোদ্দুরে পুড়ে যাওয়া এক বাঁধাকপি
এবং বলেন প্রতিজ্ঞাবদ্ধ আমি
এই পরিস্থিতিতেও তোমায় উৎরে দেওয়ার জন্য
0 comments: