কবিতা - সিয়ামুল হায়াত সৈকত
Posted in কবিতাকবিতা
কবি ও কবিতা
সিয়ামুল হায়াত সৈকত
প্রেমিকার জন্য আমার হৃদয় সর্বস্ব
বোকা দেয়ালের চিত্রপট চারকোণা,
ফিতায়; ভাঁজে–লুকোনো মনের ঘর
বিস্মৃতির চাঁদ চাঁদ খেলায় বৃহস্পতি!
শব্দটি লেখা চোখের শূন্যতা জুড়ে
গহীনে আঁকা মোনালিসার অস্পষ্ট পোর্ট্রেট
কবিরা শুধু ছুঁয়ে দ্যাখে কবিতার আঁচ
বোঝেনা, ঠোঁটের চাবিকাঠি মিথের অপ্রাপ্তি!
তবুও রাত্রিদিন উস্কানি দেয় হাওয়া
চামেলির সুগন্ধি চাপা বুক সয়ে,
একদিন অসংখ্য শব্দ সংসার গড়ে!
প্রেমিকার জন্য আমার হৃদয় সর্বস্ব
বোকা দেয়ালের চিত্রপট চারকোণা,
ফিতায়; ভাঁজে–লুকোনো মনের ঘর
বিস্মৃতির চাঁদ চাঁদ খেলায় বৃহস্পতি!
শব্দটি লেখা চোখের শূন্যতা জুড়ে
গহীনে আঁকা মোনালিসার অস্পষ্ট পোর্ট্রেট
কবিরা শুধু ছুঁয়ে দ্যাখে কবিতার আঁচ
বোঝেনা, ঠোঁটের চাবিকাঠি মিথের অপ্রাপ্তি!
তবুও রাত্রিদিন উস্কানি দেয় হাওয়া
চামেলির সুগন্ধি চাপা বুক সয়ে,
একদিন অসংখ্য শব্দ সংসার গড়ে!
0 comments: