কবিতা - শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
Posted in কবিতা
কবিতা
একটি বাইপোলার ডায়েরী
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
ডিপ্রেসিভ
বৃত্ত ভাঙো যাবতীয়, অরৈখিক হোক বিমোচন
বাদামী প্লাবনে থাকো নির্লিপ্ত লালার মতন
শ্বাপদ প্রগতি মানে অন্ত্যমিলে বারুদ কন্টেক্সট
রজস্তুতি পাঁচালীতে অধুনা ঈশ্বরীর ইন্টারেস্ট
আমিই সে ঈশ্বরী : বিকলাঙ্গ চেতন সমারোহ
গাঢ় হও আত্মাহুতি উল্লসিত মাংসাশী আগ্রহ
ম্যানিক
হে প্রবাহ হে আমার ছম্মকছম ঘুঙ্গটহীন সৌরকেন্দ্রগুলি
নাচাও উষ্ণতা জমজমাট হরিদ্রবর্ণ আগুন কাঁচুলি
দ্রৌপদীশাড়ির মতো খুলে দাও কলঙ্কহীন ইতিহাস স্তর
পরকীয়া উত্তরণে উৎসুক সম্মিলনে মাতুন ঈশ্বর
হে আমার হৃদয়ের আবোদানা ঢুণ্ডুতি চিরস্থায়ী মেঘ
ক্ষমাহীন শীৎকারে লিখে যাই এই আভাঁ গার্দ আবেগ
ম্যানিক
প্রসাধনীর মতো মেখে নিচ্ছি অজানা অক্ষরদের কিছু হয়তো বা মেলানিন-হীন হয়ে চিরস্থায়ী বসতি নেবে চিবুকে ও ঘাড়ে তবু সহস্র পরাগমোচনে একে ওকে ছুঁয়ে দিচ্ছে ছড়ছড়ে হিসির মতন মৃদু উত্তাপের শব্দধারা। উদারপন্থী রোদ্দুর অক্ষরবৃত্ত বা স্বরবৃত্ত বেছে নিয়ে ঢুকে পড়ছে দু পায়ের অন্ত্যমিলে বিশ্বব্যাপী বাসন্তী ঝিলিমিলিতে বেজে উঠছে মৃত্যুলীন হার্মনি...
ডিপ্রেসিভ
প্রতিটি রাত্রিতেই আজকাল ফেটে যাওয়া বোমার শার্পনেলের মতো বিঁধে থাকে অব্যয় শব্দরা। সমস্ত ছবিতেই অতিবেগুনী আবছায়া, আকাশের গায়ে ঝুলে পড়া কাঁকড়াসদৃশ নক্ষত্রদের সমবেত হ্যালোউইন গান – রাজপথে রোজ কঙ্কালমিছিল মোমবাতি হাতে শ্মশানক্ষেত্রের দিকে যাত্রায় – পিছনের বিষফোঁড়ায় উন্মুখ কৈশোরবেলার অবিচুয়ারি -
...হাইপোথারমিক এই মেলোডি তোমার কাছে পোঁছতে পৌঁছতে বরফ হয়ে যাবে
আবোদানা ঢুণ্ডুতি থেকে আভাঁ গার্দ আবেগে - অন্ত্যমিলের বারুদ বিস্ফোরণে ঝলসে উঠলো অনুভূতির উত্তরণ - অসাধারন।
ReplyDeleteপল্লববরন।