undefined
undefined
undefined
কবিতা - সুমনা পাল ভট্টাচার্য
Posted in কবিতাকবিতা
নিঃশেষিত
সুমনা পাল ভট্টাচার্য
তোমার ঠোঁটের ভিতর দিয়ে গলে যেতে যেতে আমার শরীরের আলভাঙা তরঙ্গকে নদী হতে দেখেছি কতবার..
তুমি ছুঁলেই, আমার বুকের খাঁজ বেয়ে নেমে যেতে দেখেছি একরাশ বন্য রামধনুকে
অনন্ত আকাশের মতো তোমার বুকে মাখামাখি হয়ে গেছে তার সাত রঙ।
তোমার শরীরের ভাঁজে ভাঁজে আমি বুনে এসেছি এক অন্য পৃথিবী।
সেই আদিম অন্ধকার ছুঁয়ে তুমি পুরুষ থেকে হয়েছো দেবতা, আর আমি!
তোমায় ভরিয়ে দিতে দিতে বিলাসিত মেদিনী,
আঁচড়, কামড়, শিরিশিরে দাঁতের ভাঙন শেষে
তোমার উপেক্ষার আঙুলের ফাঁক দিয়ে গলে যাওয়া এক জমাট বাঁধা বরফ উপন্যাস.....
দারুন চিত্রকল্প ও কবিতার বিন্যাস। আরো পাঠের খিদে রইলো।
ReplyDeleteপল্লববরন।