undefined
undefined
undefined
কবিতা - অনুষ্টুপ শেঠ
Posted in কবিতা
কবিতা
বৃষ্টিবেলা
অনুষ্টুপ শেঠ
শূন্য চোখে নীল কাজলের
সম্মোহনী ব্যর্থ প্রলাপ,
আজ ভেসে যায় অকিঞ্চনে
দীর্ণ গোলাপ, একলা গোলাপ।
ছিন্ন পাতায় কি লিখে যাও
তীব্র প্রেমে, এই শহরের
যাপন থেকে অহর্নিশি
ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে,
রক্ত ঝরে হৃৎপাঁজরে
শরীর জুড়ে ইচ্ছা কাঁদে
ঘরপালানো অশ্রুরেখা
ভীষণ বাঁধে, নিবিড় বাঁধে
মনকেমনে মেঘলা আলো।
এখন কি আর পদ্যে শানায়!
দুকূলহারা বৃষ্টি কেবল
তোমার বুকের মধ্যে মানায়।
বাঃ।
ReplyDelete