3
undefined undefined undefined

কবিতা - সৌম্যদীপ রায়

Posted in


কবিতা


মোনোলগ
সৌম্যদীপ রায়



উচ্ছন্নে যাওয়ার শুরুতে
যে দু-কলি গাঁজার টান মেরেছিলাম
তার সঙ্গে একটা প্রমিসের নেশা ছিলো
         যে, আর প্রেম করবো না কোনোদিন

তারপরেও অনেক কালো প্রেম রাস্তা কেটেছে
        পথ ভুলে, পথের ভুলে

এখন, যখন অনেকটা গল্প
মোনোলগ-এ ব্যস্ত থাকতে থাকতে লিখে ফেলেছি
আমাকে সবাই
         সবাই, পাগল বলেই চেনে


3 comments:

  1. মুগ্ধ হলাম।

    ReplyDelete
  2. ধন্যবাদ নেবেন দিদি

    ReplyDelete
  3. আমি এটা লিখিনি৷ আমারও নাম সৌম্যদীপ রায়। 😒

    ReplyDelete