0

কবিতা - সুরজিৎ চক্রবর্ত্তী

Posted in


কবিতা


গন্তব্য
সুরজিৎ চক্রবর্ত্তী


সন্ধ্যা আরতিতে ডাক ছিল
নিশির হাতছানিতেও
সব কিছু কি জলের মত বোঝাতে হয়

চোখের উপর চোখ রাখলেই
পড়া যায় সবটা
গন্তব্য পরিষ্কার স্বচ্ছ
জলের প্রতিবিম্ব যেমন

চন্দ্রাহতের মুখ ঢাকা নেশার চাদরে
ঝিমধরা চোখে ভাসে
আবছা অবয়ব নির্মেঘ আকাশে ঘন্টাধ্বনি
হৃদপিণ্ডের চলনের সাথে
হেঁটে চলা রোজকার
ঠিকানাহীন

কেননা দিক্‌শূন্যপুরের দিকনির্দেশ ছিলনা কোথাও।।

0 comments: