অণুগল্প - সুজয় চক্রবর্তী
Posted in অণুগল্প
অণুগল্প
আসা যাওয়া
সুজয় চক্রবর্তী
---- বুঝলেন, কালই চলে যাচ্ছি।
---- তাই! কখন?
---- সকালে। সকাল ৭টাতে বেরোবো।
---- বেশ।....আমাদের কবে যাওয়া হবে জানি না। সোমবার ডাক্তার দেখানো আছে।
---- ভালো থাকবেন।
---- হ্যাঁ, আপনিও।
# প্রথমজন চলে গেছেন আজ সকালে। দ্বিতীয়জন বিকেলের পড়ন্ত আলোয় গেস্ট হাউসের বাইরের বারান্দায় বসে আছেন। একা। মাথায় হাতে গোনা ক'টা সাদাকালো চুল। তাই-ই কোনও রকমে খোপা করতে যাবেন; অমনি চোখ পড়লো দেওয়ালের কোণে একটা আধ-খাওয়া পোড়া বিড়ির দিকে।
---- কাশছেন, বিড়ি কি খেতেই হবে!
খানিকটা ইতস্তত ক'রে বিড়িটা ফেলে পায়ের নিচে চাপা দিয়েছিলেন প্রথমজন।
# দু'জনেই ছেলেদের সাথে ডাক্তার দেখাতে এসেছিলেন ভেলোর। একজন শিলিগুড়ি, অন্যজন কৃষ্ণনগর। দূরত্বটা অনেক।
তবু এই কটা দিন দুজনেই ছিলেন "এক জায়গার" লোক!
sundor
ReplyDeleteধন্যবাদ।
Deleteবাহ
ReplyDeleteধন্যবাদ।
Delete