undefined
undefined
undefined
কবিতাঃ দর্শনা বসু
Posted in কবিতাকবিতা
কমলা রঙের গোধূলি
দর্শনা বসু
সূর্য তো ঝাঁপ ফেলে দিয়েছে।
চলো না যাই
বোঝা না বোঝার ওই সীমানায়,
ছুটন্ত সময়ের বাঁকে একটু জিরিয়ে নিই।
গোধূলির কমলা রং
নরম হতে থাকুক বুকের অলিন্দে,
জমে উঠুক অস্থির স্বেদবিন্দু।
দশ আঙুলের অলিতে গলিতে
বর্ণের পরিচয় নাই বা থাকলো,
অজানা শব্দমালায় ঘনিয়ে উঠুক ইমনের মন্দ্র আবাহন।
আর চারটি চোখের দোদুল্যমান সাঁকোতে নির্মাণ হোক এক
উজ্জ্বল স্বর্ণাভ অঙ্গীকারের।
0 comments: