কবিতাঃ সৌম্য বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাকবিতা
সে
সৌম্য বন্দ্যোপাধ্যায়
হরিদ্রাভা ছড়াতো সে
বিবর্ণ হয়ে আসা বিকেলের রোদে
অপ্রাপ্তির অভিমানটুকু বড় প্রিয় হয়ে উঠতো
মুমূর্ষু সে আলোর নির্বিন্ন বিষণ্ণতাবোধে
একাকিত্বের প্রত্যাশা তার
তিলোত্তমা জনপদের কল্লোলিনী ভীড়ে
বিদ্রোহের স্ফুলিঙ্গ হয়ে
আমার কাছে আসতো রোজ বিস্ফোরণে ফিরে
কবিতাই লিখেছি শুধু
তার কথা কোনওদিন বলিনি তো আমি!
তবে কেন তার অভিশাপে
আমার কবিতা হয় থেকে থেকে উদ্ভ্রান্ত, উন্মার্গগামী..?
0 comments: