0
undefined undefined undefined

কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত

Posted in


কবিতা

চোখ
সিয়ামুল হায়াত সৈকত




মুখস্থ স্বপ্নের পথে হেঁটে চলি
পোড়-খাওয়া মন বুঝুক সে অস্বস্তি।
হৃদয়ের নামতা নিঃসঙ্গের যাত্রী এবেলায়
কেউতো বুঝুক সমুদ্র পেরিয়ে সমুদ্র ছুঁয়ে যাই!
বিভ্রাট নেই মুখোমুখি দাঁড়িয়ে জল্পনা
কতটুকু চেয়েছি?সবটুকুই ব্যবচ্ছেদ আজ।
এখন, স্বপ্নের অলিন্দে ছায়াপথ আঁকি
নিজের প্রেমটুকুতে প্রেমিকার গল্প নেই,
রাখিনি আর প্রণয় ভরা ওচোখে!

0 comments: