কবিতাঃ তন্ময় বসু
Posted in কবিতাকবিতা
অন্যদিকে
তন্ময় বসু
এক বুক অভিযোগ আর
গুটিকতক ছেঁড়া পাতা
দমকা হাওয়া ভর করে
উলুখাগড়া বনে মুখ লুকালো।
নিস্তব্ধতা ভেঙ্গে চড়াই ধূসর
সরলরেখা এঁকে দিলো আকাশের নীলে।
মুখচোরা পতঙ্গডানা আশ্রয়ের
খোঁজে বৃক্ষশাখায় মুজরো বসায়।
গায়ে গতরে অভিযোগ মেখে
উলুখাগড়া এক পশলা বৃষ্টি চায়।
উপবাসী অভিযোগ রাত পোহালে
উলুখাগড়া ভাতঘুমে সোহাগী।
0 comments: