কবিতাঃ জয়া চৌধুরী
Posted in কবিতাকবিতা
এথনিক স্বাধীনতা
জয়া চৌধুরী
চুলেরা বেয়াদবি করে হুড়ুম তাল
ছাঁটে ফেলা হাঁস মুরগীর মত নয়
বেশ করে সাধনে কড়কড়ে মোহমুক্তি
প্যান্টটা ঠিক ভাঁজে ডিজাইন করা থাক
ওটাই ফ্যাশন দস্তুর কেজো ভুল স্বর্গে
শাড়ি চলতে পারে একঘর খাদি কিম্বা এথনিক
পিঠ প্রায় না ঢাকা দিলেই কাটা ফলের মত
মাছি ভন ভন করবে শিওর
ঠোঁটে আউচ পার্ডন মি হোল্ড অন ডিয়ার
না হলেই উচ্ছ্রিত আবেগ মিয়ানো মুড়ি
সেলফোন প্যাডে টুকটাক শীতের তালরস চ্যাট
শুধু কনফারেন্স শেষে পার্টিতে ধোঁয়া ছাড়লে
ততটা হোমলি ফীল না পসন্দ কিংবা
পুরুষের চেয়ে লো পে প্যাকেট
কাম অন, মেন উইল বি মেন...অলওয়েজ়
নারীবাদীদের মত কথা বোলো না তো !
0 comments: