কবিতাঃ পল্লববরন পাল
Posted in কবিতাকবিতা
ধ্বংসে কবি জাগে
পল্লববরন পাল
একটি ভ্রমর এসে বসেছিলো খোলা জানলায়
ঈষৎ সামনে ঝুঁকে বলেছিলো – ওঠো কবি চলো
কবির আঘুম চোখে প্রস্ফুটিত পিঁচুটি ফুলেরা
তৎক্ষণাৎ ঝরে গেলো হাততালি আনন্দে নেচে
যেন তারা হরিদ্বর্ণ শ্যামা পোকা – আলোক বান্ধব
মৃত্যু কত রমণীয় উৎসবী। পর্দা আঁচল খুলে
পরমা সুন্দরী রোদ শয্যা পানীয় হাতে এলো
ভিজে চুলে ঝর্ণা মানচিত্র এঁকে নিঃশ্বাস দূরে
পানীয় ধোঁয়ার মতো উষ্ণ বাঁকা শরীর বিন্যাস
পৌরাণিক পরী ডানা উরুসন্ধি ত্রিভূজ উঠোনে
জুঁই গন্ধে মম – ধ্বংস ক্যালেণ্ডারে রবীন্দ্রনাথ
একটি ভ্রমর এসে বলেছিলো – ওঠো কবি চলো
জানলায় কে দাঁড়িয়ে – ভ্রমর? নাকি সে রোদ? নারী?
বিছানায় উঠে বসে কবি, পানীয়ে চুমুক দেয় – জাগে
0 comments: