undefined
undefined
undefined
কবিতা : ইন্দিরা দাশ
Posted in কবিতা
কবিতা
ভালো থেকো
ইন্দিরা দাশ
যদি পথটা কঠিন লাগে
একা একা চলতে
একা কথা বলতে
লাভ-ক্ষতি ভুলভাল মনের হিসেবে
কেন আর লেখো
বন্ধু, ভালো থেকো।
এক কাজ ফেরা রাজপথে
অবুঝ অমলতাস
চুপটি দীর্ঘশ্বাস
আচমকা টুপ যদি ঝরে হৃদয়েতে
তাকে ছুঁয়ে দেখো
তুমি ভালো থেকো।
এই হুজুগের শহরেতে
গরম মিছিল
আর হাজার অমিল শেষে
নীরস বিকেলে বৃষ্টির মেঘ খানা
নয় মনে এঁকো
ভালো থেকো।
সব ফুরোয় সময়কাল
আঁকিবুঁকি মন তাই
উড়ানে এ পরিযায়ী
শেষ গানে ডানা মেলে
তোমাকেই ডাক দেবে,
শুনে দেখো বন্ধু ভালো থেকো।
Excellent poem !
ReplyDelete