1
undefined undefined undefined

কবিতা : সুচেতা বিশ্বাস

Posted in


কবিতা


খোলা জানালা
সুচেতা বিশ্বাস



অবারিত ছিল খোলা হাওয়ার জন্য,
চারপাশে কোলাহল শূন্যতা ঘাস দিয়ে ঢাকা,
কী ভীষণ সবুজে গাঢ় হয়ে যায় শেষ বিকেল.

স্থির জলে কতকালের মিতালী ঘন সর আজ----
যেখানে যেখানে আতুর ধোঁয়াটে বাসা বেঁধে ছিল,
আবার বেহাগে অন্তরাটুকু স্পর্শের কাছে দীর্ঘ রাত,
নিমগ্ন হয় ছান্দিক তরী নিয়ে বাঁকা চাঁদ,
দূরত্বের আলাপে কতকালের দহন
মৌখিক রেখে যায় না কিছুই-------

এতটুকু সৌজন্যের গানে সমূহ শিউলিমাখা ভোর
মাটিতে চাদর বিছিয়ে চুপিচুপি,
যে যেখানে হারিয়ে ছিল মুহুর্মুহু----
জলের তোলপাড়ে ঘূর্ণি সাজায়,
ঠিক সেই দরজা থেকেই আবার।



1 comment: