undefined
undefined
undefined
কবিতা : জয়া চৌধুরী
Posted in কবিতাকবিতা
বিগ্রহ নোস
জয়া চৌধুরী
তোকে ভীষণ শ্রদ্ধা করি
মনে মনে জানি
তুই যেন মায়ের দুধের কোলোসাম
তোকে একবার ধারণ করতে পারলে
সারাজীবনের মত গড়ে উঠবে অ্যান্টিবডি।
তোকে বড্ড ভয় করি
কি জানি কখন কোন আচরণে
তোকে ব্যথা দিয়ে ফেলি!
তোর ভ্রুকুটি আমাকে বারবার
প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়
বলে ওঠে- মন, আঘাত করো নি তো?
নিজের লাম্পট্যে দাওনি তো চিরে তার বুক?
শুধু তোকে মন্দিরে রাখবো এমন
ইচ্ছে আমি করতে পারি না।
বিগ্রহের মত অনড় থাকবি তুই
একথা ভাবলে আমার কান্না পায়!
রক্ত মাংস মজ্জায় গ্রহণ করেছি যে তোকে
আয়
আমাকে ছুঁতে দে
আমাকে ঘুম দে
তোলপাড় করা আশ্রয়ের শেষভাগে
তোর কাছে প্রণত আমি
ধীর প্রত্যয়ে হই যাই প্রণম্য।
0 comments: