2

সম্পাদকীয়

Posted in


সম্পাদকীয় 



শহরে শীত পড়বো পড়বো করেও কেমন যেন পড়ছেই না, কুয়াসাচ্ছন্ন শিশির ভেজা ভোর, বেলা বাড়তেই ত্বিষাম্পতির কঠোর শাসনে তড়িঘড়ি বেমালুম অন্তরীণ। একে কি আর শীত কাল বলে? আমি জানি, সুপর্ণা জানে শীতকাল কবে আসবে(-ভাস্কর চক্রবর্তী)... শিশিরেরা রাতভোর খেলা করে গাছের পাতায়, ঘাসের আগায়। পেলব পাপড়ির মখমল শরীরে শীতল বিন্দু শিহরণ জাগায়... তবুও অতিথি শীত আসে কই !!

এদিকে অতিথি অভ্যর্থনার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে পায়ে পায়ে ঋতবাক পৌঁছল সংখ্যা পাঁচে। দেখতে দেখতে পাঁচ মাস... কতটা সাবালক হল, বিচার্য একমাত্র আপনাদেরই। 

ঋতবাক –এর পঞ্চম সংখ্যায় পড়ুন বেশ কিছু নতুন আঙ্গীকের লেখা। কেমন লাগলো, অবশ্যই জানাবেন। এই সংখ্যায় থাকছে প্রচ্ছদ নিবন্ধ, তিনটি প্রবন্ধ, একটি সরস নিবন্ধ, বিশেষ রচনা, সাতটি ছোটগল্প, দুইটি মুক্তগদ্য, বারোটি কবিতা, একটি অনুবাদ কবিতা আর বিশেষ আকর্ষণ দুইটি ভিন্ন স্বাদের ধারাবাহিক।

আশা করি, ভালো লাগবে। আপনাদের নিরন্তর শুভকামনা একমাত্র পাথেয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন।

নমস্কারান্তে

সুস্মিতা বসু সিং

2 comments: