1

কবিতা : তনুশ্রী চক্রবর্তী

Posted in


কবিতা


উত্তরণ 
তনুশ্রী চক্রবর্তী 


অভিমানের বালুচরে লাল কাঁকড়ার বাস,
রাত্রি তবু নতজানু সূর্য দেখার আশ !
ঝাউয়ের বনে আলোছায়ায় বিলম্বিত ত্রাস –
ওই দেখা যায় শিলার বুকে চিকন সর্বনাশ ।

রোদচশমায় চোখ ঢেকে যায়, তবুও পোড়ে রূপ,
জমছে জমুক বুকের ভিতর অপূর্ণতার স্তূপ –
অভিসারের গোলোকধাঁধায় কলঙ্কিনী রাই,
রাতুল ছুঁয়ে ভাঙাগড়া নিত্য ধূপের ছাই ।

মন্দ ভালোর তফাৎ ভুলে গড়বো ইতিহাস –
বানভাসি ওই অশ্রুধারা ভুলবে সর্বনাশ ।
সাগর, তুমি চিনতে শেখো তোমার গভীরতা,
এবার না হয় করলে বরণ স্থবির নীরবতা ।

1 comment: