কবিতা : কৃষ্ণেন্দু ব্যানার্জী
Posted in কবিতাশিশু রোদ......
কৃষ্ণেন্দু ব্যানার্জী
ভোর, তোর সাথে আর হয়নি দেখা
ঘুমিয়ে থাকি রোজ অঘোরে
হয়নি শিশু রোদের আদর মাখা
ভালোবাসার সোহাগ ছেড়ে।
শিশু রোদের কোমলতায়
ছেড়ে আসা স্বপ্ন-বাসা
হারিয়ে যেত তোরই ছোঁয়ায়
স্বপ্নের সেই ভালবাসা।
ভালোবাসার সঙ্গে তো বাস
স্বপ্ন সেথায় জীবন সাজায়
সোহাগ আদর আর সহবাস
চার দেওয়ালের স্বপ্নমায়ায়।
স্বপ্নমায়ায় রাত কেটে যায়
বাড়তে থাকে রাতের গ্রহণ
প্রবেশ নিষেধ স্বপ্ন-বাসায়
হারিয়ে যাওয়া শরীরে মন।
শরীরে মন হারিয়ে তো যায়
রাতপাখিরা জাগতে থাকে
পাহারা দেয় স্বপ্ন-বাসায়
জীবন নতুন ছবি আঁকে।
নতুন ছবি ভীষণ সফল
নানা রঙের উজ্জ্বলতায়
স্বপ্ন সেথায় শীতের সকাল
ঘুমিয়ে থাকা লেপের তলায়।
স্বপ্ন ঘুমোয় লেপের তলায়
শরীর ভালোবাসার বিছানাতে
শিশু রোদ জানিয়ে যায়
সে আজও আসে ভোরের সাথে।
valo laglo
ReplyDelete