কবিতা : শমীক জয় সেনগুপ্ত
Posted in কবিতা
কবিতা
মৃত্যুঞ্জয়ী
শমীক জয় সেনগুপ্ত
আমার মৃত্যুশয্যায় বাতাস কর রবিঠাকুর,
চল একবার আমরা দুজনে মৃত্যুকে হারিয়ে আসি-
আমার তো ছুটি হবার সময় এল আজ;
চল তাই মৃত্যুকে মৃত্যু দিয়ে আসি।
আমি যখন যাব তখন যেন অশ্রু না ঝরে...
কর্পোরেশনে আজকাল জলের বড় আকাল-
তোমার কালে জল ধরতে কলে লাইন দিতে হত না
কিন্তু এ সময় হয়।
এ সময় আমার মত রাজাকেও তুমি ভিখিরী বানাও অনায়াসে-
জমি জমা ছিনিয়ে না নিয়েও...
কারণ যা নিয়ে আমার রাজত্ব সে তো তোমার দান।
আমার রোগশয্যায় তুমি আমায় আদর কর রবিঠাকুর-
চল মাত দিয়ে জীবনকে জিতিয়ে দিয়ে আসি।
আজ এখানে রোদের তাপ বড় বেশী;
চল, আজ অবেলায় শাওণ ঝরাই।
0 comments: