0
undefined undefined undefined

কবিতা - পার্থ সরকার

Posted in



















ছড়িয়ে থাকা ব্যবধান
দুস্তর মানপত্র
পরিচ্ছন্ন অবধান
ঐক্য দরপত্র

গলিত বিশেষণ
মুখচোরা চরাচর
প্রশান্ত অধিবেশন
বিচ্ছেদে দুঃখ বাসর

দূরে বৃক্ষ সংশ্লেষ
সালোক তিথি
নিশ্ছিদ্র আশ্লেষ
বিনম্র দেবারতি

একটু সবুজ, এখন যাই
ঘাসের কাছে চোখ পাল্টাই।

0 comments: