0

সম্পাদকীয়

Posted in





আরও একটি বছর শেষ হয়ে গেলো কিছু বোঝার আগেই! এ মাসের ৩০ তারিখ সাত পূর্ণ করে আটে পা দেবে ঋতবাক। নানান ঝড় ঝাপটার মধ্যেও লক্ষ্য স্থির রাখা গেছে, তার মূল কারণ কেবলই দৃঢ় সংকল্প আর বন্ধুদের সাহচর্য। শুধু অপরিসীম কৃতজ্ঞতাই নয়, অফুরান ভালোবাসাও ।

অতিমারীর দাপটে একবছর বইমেলা হলো না। চারদিকে বিবিধ অস্থিরতা সত্ত্বেও পরবর্তী মেলায় দেখা হোক আমাদের। শুধু বাণিজ্যিক কারণেই নয়, বাৎসরিক মিলনোৎসব বলেও!

এই ব্লগ প্রকাশিত হওয়ার একদিন পরই জন্মদিন আমাদের এক চিরকালীন অহংকার শম্ভু মিত্রর। এবারের ক্রোড়পত্রে তাঁর প্রতি আমাদের বিনম্র প্রণাম।

এমাসের পত্রিকার ক্ষুদ্র পরিসরে আরও স্মরণ করি বাঙলার নিজস্ব শিল্প সংস্কৃতির ধারার নবজাগরণের অন্যতম পথিকৃৎ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এবছর তাঁর ১৫০তম জন্মজয়ন্তী উদ্‌যাপন বর্ষ।

সচেতন থাকুন, সৃজনে থাকুন

শুভেচ্ছা নিরন্তর।

0 comments: