undefined
undefined
undefined
কবিতা - বাদল রায় স্বাধীন
Posted in কবিতাবজ্র কণ্ঠে ভয়ে কাঁপতো, পাকিস্থানীর বুক
শোষকের যম তিনি, শোষিতের লোক।
সিদ্ধান্তের দৃঢ়তায়, ভয়ে মরতো পাকি
কামানের গোলা সমান, আঙ্গুলের ঝাঁকি।
মোটা কালো চশমার, ছিলো যাদু ফ্রেমে
প্রমাণ দিলো অস্ত্রহীন, যুদ্ধে সবাই নেমে।
তর্জনী উঠালে যার, ভয়ে হতো বোকা,
এশিয়ার লৌহ মানব, টুঙ্গী পাড়ার খোকা।
সাদা কালো চুলে, গায়ে পড়া শাল
চুড়ুটে টান মেরে, গড়েছেন বাকশাল।
ধনী আর গরীবের, আনতে সমতা
বক্তব্যে সন্মোহন, ছিলো আরও মমতা।
কারা ভোগ আর মৃত্যু, নিশ্চিত জেনে
স্বাধীনতার শর্তে, নিয়েছেন মেনে।
কিছু হতে চায়নি তবু, জাতির পিতা হলো
তোমরা যাকে বঙ্গবন্ধু, শেখ মুজিব বলো।
0 comments: