1
undefined undefined undefined

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in







বারাঙ্গনার বাড়া ভাতে ছাই উড়েছে ধূসর
সারা শহর জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে
দাউদাউ আগুনের লেলিহান শিখা, শহরের অলিতে গলিতে
চাঁদের বুড়ির চরকা ছেড়ে কলাইয়ের বাসন হাতে নেমে আসছে জ্যোৎস্না বেয়ে
শৃগালেরা জড় হচ্ছে সীমানায়, শান দিয়েছে দাঁতে
পরপর এম্বুলেন্স দিশেহারা গন্তব্য সন্ধানে ঢুকে পড়েছে ভুলভুলাইয়াতে
আমার জন্য নিয়নের আলেয়া গ্রিন সিগন্যাল জ্বেলে দেবে
বিষাক্ত কার্বন মনোক্সাইড মিশে রক্তের স্রোতে কোল্ড ড্রিংসের বিজ্ঞাপন
আমার গোপন অস্ত্র ভাগাভাগি করে নিঃস্ব হয়েছি প্রতিরাতে
অন্ধকারে প্রবল বৃষ্টিতে কলকাতা পুরো ডুবে গেলে
আমি খুঁজে নেব ম্যানহোলের মুখ, মহাসমুদ্রে যেমন চৈতন্য
ডেথ সার্টিফিকেট হাতে
বারাঙ্গনার বাড়া ছাই মেখে কলকাতা নীলকণ্ঠ

1 comment:

  1. চমৎকার লেখা। অভিনন্দন জানাই।🙏

    ReplyDelete