0
undefined undefined undefined

কবিতা - পার্থ সরকার

Posted in

দু’হাত রেখো সজাগ , বীতকাম, বীতরাগ।
অনুজন, করতলে সিঞ্চিত আলপথ।
কি সুন্দর নাদুস ফুল ফুটেছে করপথে!
দু’হাত রেখো সজাগ, অতিথি আবার আসবেন
এমনিতে তিনি উদার, বিশাল
এমনিতে তিনি অভিমানী
অতএব কম দিও
কিন্তু বেশি দিও
সৌজন্য, সৌহার্দ্য
না হলে...

ক্রমেই ভিজে সহস্রাব্দ
একরোখা একবগগা ক্ষতস্থানে
তুমি একমাত্র শব্দ।

0 comments: